ইরানে ৪টি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়া


ইরানে ৪টি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

ইরানের হরমোজগান প্রদেশে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়তে রাশিয়ার সঙ্গে ২৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছে তেহরান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি-ও খবরটি প্রকাশ করেছে।

রিপোর্টে বলা হয়, ইরান হরমোজ কোম্পানি ও রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিটি কেন্দ্র থেকে ১ হাজার ২৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পের সময়সীমা নিয়ে এখনো কিছু জানানো হয়নি।

বর্তমানে ইরানে একটি মাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু আছে। দক্ষিণাঞ্চলের বুশেহরে অবস্থিত কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ১ হাজার মেগাওয়াট, যা দেশের মোট জ্বালানি চাহিদার তুলনায় নগণ্য।

চুক্তিটি এমন সময়ে হলো, যখন ইরানের বিরুদ্ধে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা ফের কার্যকর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শনিবারের মধ্যে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির দাবির ভিত্তিতে ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা চালুর উদ্যোগ নেওয়া হতে পারে। তারা অভিযোগ করেছে, ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তির প্রতিশ্রুতি মানছে না।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার চীন ও রাশিয়া আলোচনার জন্য আরও ছয় মাস সময় দেওয়ার প্রস্তাব তুললেও তা গৃহীত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানকে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে। তবে তেহরান বরাবরই বলছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক ব্যবহারের জন্য।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর ইরানও ধীরে ধীরে শর্ত মানা থেকে বিরত হয়। পরবর্তীতে নতুন চুক্তির জন্য আলোচনা চলছিল, তবে চলতি বছরের জুনে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর সেটি ভেস্তে যায়। ওই হামলা ঘিরে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রও সরাসরি জড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ইরান-রাশিয়ার পারমাণবিক সহযোগিতা দীর্ঘদিনের। ১৯৯৩ সালে প্রথম চুক্তির মাধ্যমে বুশেহর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শেষ করে রাশিয়া, জার্মানি সরে দাঁড়ানোর পর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×