নেপালে শাসনব্যবস্থা পরিবর্তনের ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই: সুশীলা কার্কি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:১৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। তরুণ প্রজন্মের সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থাসহ বিভিন্ন সংস্কারের দাবির প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী কার্কি বলেন, শাসনব্যবস্থায় কোনো সংস্কার বা পরিবর্তনের এখতিয়ার বর্তমান সরকারের নেই। এমন কোনো পরিবর্তন এই সরকারের পক্ষে করা সম্ভব নয়। সাংবিধানিক প্রক্রিয়ায়ই সংশোধন হতে হবে।
তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়াই এখন অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
অভিবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে সুশীলা কার্কি বলেন, বিদেশে কর্মরত নেপালি নাগরিকদের ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য দাবির সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী সকল নাগরিককে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, যোগ্য প্রতিনিধিদের বেছে নিতে উৎসাহের সঙ্গে ভোট দিন।