পাহাড়ি ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৩৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ি সদরে অষ্টম শ্রেণির এক পাহাড়ি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকাল সাড়ে তিনটায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি কুমার সুমিত রায় জিমনেসিয়াম এলাকা থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘুরে এসে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি সুমন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুব সমিতির নেতা সুমিত্র চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রুমেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী চন্দ্রিকা চাকমা ও এলি চাকমা এবং ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি জয় ত্রিপুরা।
বক্তারা বলেন, পাহাড়ে নারীরা আজও নিরাপদ নয়। বিচারহীনতার কারণে ধর্ষণের সংস্কৃতি স্থায়ী রূপ নিয়েছে। পাহাড়ি জনগোষ্ঠীর ওপর সংঘটিত এমন নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানানোর ভাষা নেই। সাম্প্রদায়িকতা ও অপরাধীদের বিচার না হওয়ার কারণে এসব ঘটনা বারবার ঘটছে। প্রশাসনের কিছু মহল থেকেও অনেক সময় ধর্ষকদের প্রশ্রয় দেওয়া হয়। বক্তারা দ্রুত গণধর্ষণে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি পাহাড়ে সংঘটিত সব ধর্ষণের বিচার করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।