প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ করলে কখনোই স্থিতিশীলতা পাবে না ইসরায়েল: ম্যাক্রোঁ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১১:১২ এম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে লিপ্ত থাকলে ইসরায়েল কখনোই নিরাপত্তা বা স্থিতিশীলতা পাবে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ম্যাক্রোঁ বলেন, “প্রতিবেশীদের সঙ্গে স্থায়ী যুদ্ধ চললে ইসরায়েলের কোনো নিরাপত্তা বা স্থিতিশীলতা থাকবে না।”
তিনি জানান, গাজা যুদ্ধ থামানো এবং দ্বিরাষ্ট্র সমাধান রক্ষায় একটি বিশ্বাসযোগ্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতিসংঘের ১৪২টি সদস্য রাষ্ট্র এতে স্বাক্ষর করেছে। ফ্রান্স ও সৌদি আরব এই শান্তি প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছে।
সিরিয়া প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, আসাদ সরকারের পতনের পর দেশটির ঐক্য ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে হবে। ফ্রান্স এমন রাজনৈতিক রূপান্তরকে সমর্থন করে যা সিরিয়ার নাগরিক সমাজের সব অংশকে প্রতিনিধিত্ব করবে। অন্তর্ভুক্তিমূলক শাসনের মাধ্যমেই সেখানে স্থিতিশীলতা ফিরবে বলে তিনি উল্লেখ করেন।
ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে সতর্ক করে ম্যাক্রোঁ বলেন, এটি নিয়ন্ত্রণে না আনলে পুরো অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
ইউক্রেন প্রসঙ্গে তিনি জানান, ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে ৩৫ দেশের একটি জোট গঠন করেছে, যারা ইউক্রেনকে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তা দেবে।
তার ভাষায়, “ইউক্রেন বারবার জানিয়েছে তারা যুদ্ধবিরতিতে রাজি এবং আলোচনায় প্রস্তুত। এখন সিদ্ধান্ত রাশিয়ার হাতে।”
ম্যাক্রোঁ আরও অভিযোগ করেন, রাশিয়া ইউরোপের বিভিন্ন অঞ্চলে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে। “পোল্যান্ড, এস্তোনিয়া এবং অন্যান্য অঞ্চলে সাম্প্রতিক ঘটনার মাধ্যমেই বোঝা যাচ্ছে, ইউরোপ রাশিয়ার অস্থিতিশীলতা সৃষ্টির হুমকির মুখে।”