সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:৩৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শায়খ আবদুল আজিজ আলে-শেখের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, শায়খ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ এক প্রভাবশালী আলেম ও ইসলামী চিন্তার দিকনির্দেশক কণ্ঠস্বরকে হারাল।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ইসলামের সেবায় তার আজীবন নিবেদন এবং অমূল্য অবদান সর্বদা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে।
শায়খ আবদুল আজিজ আল-শেখ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা জেনারেল প্রেসিডেন্সি ছাড়াও মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার নেতৃত্ব ও পাণ্ডিত্য আন্তর্জাতিক পরিসরে ব্যাপকভাবে স্বীকৃত ছিল।
তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামী শরিয়ায় বিশেষায়িত ডিগ্রি অর্জন করেন।
গতকাল মঙ্গলবার সৌদি রাজধানী রিয়াদে শায়খ আবদুল আজিজ আলে-শেখ ইন্তেকাল করেন। একই দিনে আসরের নামাজের পর রিয়াদ মসজিদে ইমাম তুর্কি বিন আবদুল্লাহর ইমামতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।
১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণকারী শায়খ আবদুল আজিজকে ১৯৯৯ সালের জুনে তৎকালীন বাদশাহ ফাহাদ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দেন, শায়খ আবদুল আজিজ ইবনে বাজ (রহ.)-এর উত্তরসূরি হিসেবে।
তিনি দীর্ঘ ২৬ বছর দেশটির গ্র্যান্ড মুফতির দায়িত্ব পালন করেন এবং টানা ৩৪ বছর পবিত্র হজের খুতবা প্রদান করেন।