নীলক্ষেতে ব্যালট পেপারের ঘটনা ধামাচাপা দেওয়া যাবে না: আবিদুল
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:০৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাত্র দুই দিন আগে বিপুল পরিমাণ ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তার দাবি, বিষয়টি নিয়ে অভিযোগ জানালেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, এমনকি কোনো জবাবও দেয়নি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “নীলক্ষেতে ব্যালট পেপারের ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না, সত্য উন্মোচিত হবেই। স্বচ্ছতা আদায় করা আমাদের দায়িত্ব। সবকিছু খুব দ্রুতই স্পষ্ট হবে ইনশাআল্লাহ। মিথ্যার শক্তিতে বিভ্রান্ত হবেন না।”
এর আগের দিন মঙ্গলবার আবিদুলসহ ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও আব্দুল কাদেরসহ কয়েকজন প্রার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গিয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানান।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভোটে অনিয়মের অভিযোগ তোলেন। এরপর মঙ্গলবার দুপুরে তিনটি প্যানেলের প্রার্থীরা যৌথভাবে উপাচার্যের কার্যালয়ে গিয়ে অভিযোগ জমা দেন।