টি-টোয়েন্টি ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন টাইগার মুস্তাফিজ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৪:২১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মুস্তাফিজুর রহমান। আর মাত্র একটি উইকেট পেলেই সাকিব আল হাসানকে টপকে যাবেন দেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে।
বর্তমানে দুজনের ঝুলিতে সমান ১৪৯টি করে উইকেট। তবে সাকিবের এই সংখ্যা এসেছে ১২৯ ম্যাচ খেলে, আর মুস্তাফিজ নিয়েছেন একই সংখ্যক উইকেট মাত্র ১১৭ ম্যাচে।
আজ (বুধবার) দুবাইয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেই সুযোগ রয়েছে মুস্তাফিজের নাম লেখানোর। ভারতের বিপক্ষে এর আগে ১৩ ম্যাচে ৪৫৯ রান দিয়ে মাত্র ৮ উইকেট পেয়েছেন তিনি।
২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে মুস্তাফিজ বল হাতে প্রথম ম্যাচেই নজর কাড়েন। ৪ ওভার বল করে ২০ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর থেকে বাংলাদেশ দলের পেস আক্রমণের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন ‘কাটার মাস্টার।
সাম্প্রতিক ফর্মেও দুর্দান্ত মুস্তাফিজ। এশিয়া কাপে সর্বশেষ দুটি ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ৩টি করে মোট ৬ উইকেট শিকার করেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ২৮ রানে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে ৩ উইকেট নিয়ে দলকে জয়ে বড় অবদান রাখেন তিনি।
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে উঠলে মুস্তাফিজ বিশ্বের মাত্র চতুর্থ বোলার হবেন, যিনি টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের ক্লাবে নাম তুলবেন। এর আগে এই কীর্তি গড়েছেন আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) এবং ইশ সোদি (১৫০ উইকেট)।