উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন রাগাসা


উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন রাগাসা

প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সুপার টাইফুন রাগাসা’ দ্রুত উপকূলবর্তী এলাকা ঘিরে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে ফিলিপাইন ও তাইওয়ানের বেশ কিছু এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়েছে।

ফিলিপাইনের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, কম জনবসতিপূর্ণ বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে ঝড় আঘাত হানতে পারে। তারা জানিয়েছে, ঝড়টি বর্তমানে দ্রুত শক্তি বৃদ্ধি করছে। ফিলিপাইনে ঘূর্ণিঝড়টিকে ‘নান্দো’ নামে ডাকা হয়, আন্তর্জাতিকভাবে এর নাম ‘রাগাসা’।

রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় ঘূর্ণিঝড়ের কেন্দ্রীয় অংশে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার, আর দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ২৩0 কিলোমিটার ছাড়িয়েছে।

ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জোনভিক রেমুল্লা এক বিবৃতিতে সতর্ক করেছেন, “ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে দেরি না করে অবিলম্বে সরিয়ে নিতে হবে।”

এদিকে তাইওয়ানের পূর্বাঞ্চল হাউলিয়েন থেকে অন্তত ৩০০ মানুষকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে টাইফুনের গতিপথ ও শক্তি অনুসারে এ সংখ্যা বাড়তে বা কমতে পারে। তাইওয়ানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রাতেই স্থলভাগে টাইফুন সতর্কতা জারি হতে পারে এবং সোমবার ভোরে ঝড়টি সমুদ্রতীরবর্তী এলাকায় আঘাত হানতে পারে।

ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও সংবাদ সম্মেলনে বলেন, “আজ রাত থেকেই টাইফুনের প্রভাব অনুভূত হবে। তবে এর সবচেয়ে তীব্র প্রভাব পড়বে আগামীকাল সকাল ৮টার দিকে।” তিনি আরও সতর্ক করেছেন যে, সুপার টাইফুনের কারণে লুজনের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে।

রাজধানী ম্যানিলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আজ সেখানে দুর্নীতিবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন।

সূত্র: এএফপি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×