ইরান আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না: এজেই


ইরান আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না: এজেই

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম গোলামহোসেইন মোহসেনি এজেই বলেছেন, তার দেশ কখনোই বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না। খবর মেহের নিউজ।

ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের নেতা সাইয়্যেদ আম্মার আল-হাকিমের সঙ্গে এক বৈঠকে এজেই এই মন্তব্য করেন। ইরাকের এই প্রভাবশালী নেতা বর্তমানে ইরানে অবস্থান করছেন।

মোহসেনি এজেই বলেন, সাম্প্রতিক আঞ্চলিক ঘটনা প্রমাণ করছে যে শত্রুরা শক্তিশালী ও প্রগতিশীল ইসলামকে মেনে নিতে পারে না এবং মুসলিম বিশ্বের শক্তি সহ্য করতে পারছে না।

তিনি জোর দিয়ে বলেন, তেহরান কখনো যুদ্ধ শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না, তবে বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না।

তিনি আরও বলেন, আমরা চাপিয়ে দেওয়া যুদ্ধ বা চাপিয়ে দেওয়া শান্তি কোনোটিই মেনে নেব না। এটাই আমাদের বিপ্লবের দুই নেতার বারবার উচ্চারিত সুস্পষ্ট নীতি। আমরা শত্রুদের প্রতিটি পদক্ষেপ ও ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ আছি।

এদিকে, সাইয়্যেদ আম্মার আল-হাকিম উল্লেখ করেন, ইরান ও ইরাকের সম্পর্ক কেবল দুই দেশের সীমান্তীয় সম্পর্ক নয়, বরং আরও গভীর এবং বহুমাত্রিক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×