ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ থামানোর আহ্বান সৌদি আরব ও ফ্রান্সের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৪:৪২ পিএম, ৩০ জুলাই ২০২৫

গাজায় প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের অবসান এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে একসাথে কণ্ঠ মিলিয়েছে সৌদি আরব ও ফ্রান্স। সম্প্রতি প্রকাশিত একটি যৌথ ঘোষণাপত্রে, তারা দ্বি-রাষ্ট্র ভিত্তিক টেকসই সমাধানের পথে এগিয়ে যাওয়ার জন্য 'স্পষ্ট, সময়সীমাবদ্ধ ও অপরিবর্তনীয়' পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
রিয়াদ ও প্যারিসের উদ্যোগে প্রকাশিত এই যৌথ ঘোষণায় বলা হয়েছে, গাজায় ২১ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ইতি টেনে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করা জরুরি।
৩০ জুলাই, বুধবার, জিও নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ঘোষণায় আরও বলা হয়, যুদ্ধবিরতির পরপরই গাজায় একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কমিটি গঠন করতে হবে, যা পরিচালিত হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে। সেই সঙ্গে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের আওতায় পরিচালিত হবে। উল্লেখযোগ্যভাবে, একাধিক দেশ এই মিশনে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে।
ঘোষণাপত্রে ইসরায়েলের প্রতি একটি সরাসরি আহ্বান জানিয়ে বলা হয়, তারা যেন জনসমক্ষে একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য স্পষ্ট প্রতিশ্রুতি দেয়। একইসঙ্গে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ভূমি দখল, সহিংসতা ও ভূমি অধিগ্রহণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়।
ঘোষণায় উল্লেখ করা হয়, শুধু গাজায় যুদ্ধের অবসান, সকল জিম্মির মুক্তি, দখলদারিত্বের সমাপ্তি, সহিংসতা ও সন্ত্রাস পরিত্যাগ, স্বাধীন ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরাইল-ফিলিস্তিন উভয়ের জন্য নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিলেই—এই অঞ্চলে সহাবস্থান ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে।
বিশ্লেষকদের ধারণা, এই যৌথ ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন মাত্রার কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে, এটি আরব ও ইউরোপের মিলিত উদ্যোগ হিসেবে বৈশ্বিক দৃষ্টিকে কেন্দ্র করে তুলছে।