পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বিমান হামলায় নিহত অন্তত ২৩ বেসামরিক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলায় অন্তত ২৩ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে এএফপির প্রতিবেদন জানিয়েছে। দেশটির পুলিশ ও নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার আফগান সীমান্ত ঘেঁষা দুর্গম খাইবার পখতুনখোয়া প্রদেশের তিরাহ ভ্যালিতে এই বিমান হামলা ঘটেছে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উত্তেজনা বিরাজ করছে।
পার্লামেন্টের বিরোধী দলের সদস্য ইকবাল আফ্রিদি অভিযোগ করেছেন, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী রাতের বেলা এই বিমান হামলা চালিয়েছে। তবে সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। আফ্রিদি এএফপিকে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর বিমানই গোলাবর্ষণ করেছে। তাদের গোলাবর্ষণেই ২৩ জন মারা গেছেন।’
তীরাহ শহরে অবস্থানরত এক সিনিয়র পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজন নারী ও চারজন শিশু রয়েছেন। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যুদ্ধ বিমান চারটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’
তীরাহ পাকিস্তান-আফগান সীমান্ত সংলগ্ন একটি এলাকা, যেখানে একাধিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ঘাঁটি রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এখানে নিরাপত্তা বাহিনীর ওপর বহু হামলার ঘটনা ঘটেছে।
খাইবার পখতুনখোয়া পুলিশ জানায়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রদেশটিতে মোট ৬০৫টি সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় কমপক্ষে ১৩৮ জন বেসামরিক ও ৭৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুধু আগস্ট মাসেই ১২৯টি হামলার ঘটনা ঘটেছে, যেখানে পাকিস্তান সেনা ও আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির ৬ সদস্য নিহত হন।
পেশোয়ারে অবস্থানরত এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এ অঞ্চলে টিটিপির ডজনের বেশি আস্তানা রয়েছে এবং জঙ্গিরা তাদের পরিবার নিয়ে এখানে বসবাস করে।
সোমবার বিকেলে পাশের একটি শহরে প্রায় দুই হাজার মানুষ এই বিমান হামলার প্রতিবাদে সমাবেশ করেন।
এদিকে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই হামলায় খাইবার পখতুনখোয়া প্রদেশের তিরাহ ভ্যালির মাত্রে দারা গ্রামে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পাকিস্তান বিমান বাহিনী এই বোমা হামলা চালিয়েছে বলে বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। স্থানীয় সময় রবিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে হামলা চালানো হয়। পাকিস্তানি যুদ্ধবিমানগুলো গ্রামটির ওপর টানা ৮টি এলএস-৬ বোমা নিক্ষেপ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে।
সূত্র: এএফপি, এনডিটিভি