চট্টগ্রামে পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ পালালো মাদক মামলার আসামি


চট্টগ্রামে পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ পালালো মাদক মামলার আসামি

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় পুলিশের প্রহরায় থাকা অবস্থায় হাতকড়াসহ পালিয়ে গেছেন এক আসামি। সোমবার, ২২ সেপ্টেম্বর দুপুরে পাঠানটুলির গায়েবী মসজিদের সামনে ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির প্রশ্ন তুলেছে।

পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মো. মাহবুব আলম। তিনি একই এলাকার জাফর সওদাগর বাড়ির বাসিন্দা এবং মাদক সংশ্লিষ্ট একাধিক মামলার পলাতক আসামি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরবেলায় পুলিশ মাহবুবকে গায়েবী মসজিদের সামনে থেকে আটক করে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলে। তবে কিছুক্ষণ পর সেখানে থাকা কয়েকজনের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় সুযোগ বুঝে লুঙ্গি পরিহিত মাহবুব লুঙ্গি খুলে রেখে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। তিনি দ্রুতই চোখের আড়ালে চলে যান। পরে পুলিশ তাকে না পেয়ে তার ছোট ভাই মোজাহিদকে ধরে নিয়ে যায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং বিভাগের সহকারী কমিশনার কাজী মো. বিধান আবিদ বলেন, "বিষয়টি আমার জানা নেই। আমি দুইদিন ধরে ঢাকায় প্রশিক্ষণে আছি।"

এ বিষয়ে জানতে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ ও পরিদর্শক (তদন্ত) আরিফ ফয়সালকে একাধিকবার ফোন করা হলেও তাদের পাওয়া যায়নি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) শ্রীমা চাকমা বলেন, "আমি তো আর ঘটনাস্থলে ছিলাম না। ওসি জানালেন, তিনি মাদক সংক্রান্ত একটি অভিযানে আছেন।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×