ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে ২১ বার অগ্ন্যুৎপাত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে অবস্থিত মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে গত শনিবার সন্ধ্যা থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত অন্তত ২১ বার অগ্ন্যুৎপাত ঘটেছে।
ইন্দোনেশিয়ান সেন্টার ফর আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপদ প্রশমন কেন্দ্র জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৫৮৪ মিটার পর্যন্ত উড়েছে। এই ছাই পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।
কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আগ্নেয়গিরির ধোঁয়া ও ছাই থেকে রক্ষার জন্য নির্দেশিকা অনুসরণ করতে এবং মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে।
লাকি-লাকি আগ্নেয়গিরি ফ্লোরেস দ্বীপের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত একটি জোড়া শিখরবিশিষ্ট সক্রিয় আগ্নেয়গিরি। গত জুলাই মাসে এই আগ্নেয়গিরি ১৮ কিলোমিটার দীর্ঘ বিশাল ছাইয়ের কুণ্ডলী ছেড়ে দিয়েছিল, যা বালির আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি ফ্লাইট বাতিলের কারণ হয়েছিল।
১৮ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থিত হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ দেখা যায়। দেশটিতে ৫০০টিরও বেশি আগ্নেয়গিরির মধ্যে প্রায় ১৩০টি এখনো সক্রিয়।