শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিরছে ছাত্ররাজনীতি


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিরছে ছাত্ররাজনীতি

ছাত্ররাজনীতি ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ, তবে কিছু কঠোর শর্ত আরোপ করে। ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে এখন থেকে প্রাকৃতিক অনুমোদন নিতে হবে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলোকে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গত ১৮ আগস্ট প্রক্টরিয়াল কমিটির সঙ্গে সর্বদলীয় ছাত্রসংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে গত বছরের ৬ নভেম্বর ছাত্ররাজনীতিতে আরোপ করা নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রম চালাতে হলে প্রক্টরের অনুমতি নিতে হবে। তবে আগের নিয়ম অনুযায়ী একাডেমিক ভবন, প্রশাসনিক এলাকা ও আবাসিক হলে সভা-সমাবেশ এবং মিছিল পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, “সামনে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) নির্বাচনে প্যানেল গঠন ও পরিচিতিমূলক অনুষ্ঠানসমূহ সংশ্লিষ্ট হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আয়োজন করা যাবে।”

প্রসঙ্গত, ২০২৩ সালের ৬ নভেম্বর ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রায় এক বছর পর নতুন এই সিদ্ধান্তের ফলে আবারও সংগঠিত রাজনীতির সুযোগ পেল শিক্ষার্থীরা, তবে প্রশাসনের নজরদারিতে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×