আকাশে মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি, কয়েকশ ফুট নিচে নামল যাত্রীবাহী বিমান


আকাশে মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি, কয়েকশ ফুট নিচে নামল যাত্রীবাহী বিমান

আকাশে সংঘর্ষের মুখ থেকে রক্ষা—আর সে জন্যই মাঝ আকাশে আচমকা নিচে নামতে বাধ্য হন পাইলট। সামনে থাকা একটি বিমানের সঙ্গে সম্ভাব্য মুখোমুখি ধাক্কা এড়াতে শুক্রবার যুক্তরাষ্ট্রগামী একটি যাত্রীবাহী বিমান কয়েকশ ফুট নিচে নেমে আসে। এতে বিমানে হঠাৎ ঝাঁকুনির সৃষ্টি হয় এবং কিছু যাত্রী তাদের আসন থেকে ছিটকে পড়েন। ঘটনায় দুইজন কেবিন ক্রু আহত হলেও যাত্রীরা অক্ষত থাকেন।

সংবাদ সংস্থা এএফপি শনিবার (২৬ জুলাই) জানায়, ঘটনাটি ঘটে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, যা ক্যালিফোর্নিয়ার বুরব্যাংক থেকে উড্ডয়নের পর লাস ভেগাসগামী ছিল। উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই, পাইলট বিমানটিকে মাঝ আকাশে হঠাৎ নিচে নামিয়ে আনেন।

মার্কিন কৌতুক অভিনেতা জিমি ডোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, “অনেক যাত্রী আসন থেকে ছিটকে গিয়ে বিমানের ছাদের সঙ্গে মাথা ঠুকিয়েছেন। বিমানটি অত্যন্ত আগ্রাসীভাবে নিচে নেমে এসেছিল।”

পরে পাইলট যাত্রীদের জানিয়ে দেন, সম্ভাব্য মুখোমুখি সংঘর্ষ এড়াতেই তিনি জরুরি এই পদক্ষেপ নিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ ঘটনার তদন্ত শুরু করেছে।

সাউথইস্ট এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, বিমানের ক্রুরা একটি অনবোর্ড ট্রাফিক অ্যালার্ট পান। সিস্টেমের নির্দেশনা অনুযায়ী, তখনই বিমানটিকে উচ্চতা পরিবর্তন করতে বলা হয়। সফলভাবে এই সতর্কতা মেনে চলার পর বিমানটি ফের তার গন্তব্যের পথে অগ্রসর হয় এবং লাস ভেগাসে নিরাপদে অবতরণ করে।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটঅ্যাওয়ার জানায়, বিমানটি যে আকাশপথে যাচ্ছিল, সেখানে আগে থেকেই একটি হকার হান্টার এমকে৫৮ যুদ্ধবিমান অবস্থান করছিল। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, যুদ্ধবিমানটি তখন বেসরকারিভাবে ব্যবহৃত হচ্ছিল।

সূত্র: এএফপি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×