ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা বেপরোয়া: ম্যাক্রোঁর সমালোচনায় রুবিও


ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা বেপরোয়া: ম্যাক্রোঁর সমালোচনায় রুবিও

ফ্রান্সের ঘোষণায় আন্তর্জাতিক কূটনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইমানুয়েল ম্যাক্রোঁর সিদ্ধান্তকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিক মার্কো রুবিও।

আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েও বিষয়টি নিশ্চিত করেন।

তবে ম্যাক্রোঁর এই অবস্থানকে রীতিমতো ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। শুক্রবার এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন— তা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। পুরোপুরি বেপরোয়া এই সিদ্ধান্ত হামাসের প্রোপাগান্ডাকে সহায়তা করবে এবং সেখানে শান্তিস্থাপন প্রক্রিয়াকে আরও পিছিয়ে দেবে। গত ৭ অক্টোবর যারা হামাসের হামলার শিকার হয়েছিলেন, ম্যাক্রোঁর ঘোষণা তাদের প্রতি চপোটাঘাত।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র অন্যতম। ম্যাক্রোঁ ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন হলে, এই প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। ফলে আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আগের চেয়ে আরও বেশি গুরুত্ব পেতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।

এর আগে গত জুনের মাঝামাঝি সময়ে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনের রাষ্ট্র গঠন ইস্যুতে একটি উচ্চপর্যায়ের সম্মেলনের আয়োজন করা হয়। ওই সম্মেলনে সভাপতিত্ব করেন ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×