দরিদ্র দেশের জন্য বানানো গর্ভনিরোধক ওষুধ পুড়িয়ে ফেলবে যুক্তরাষ্ট্র


দরিদ্র দেশের জন্য বানানো গর্ভনিরোধক ওষুধ পুড়িয়ে ফেলবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলার মূল্যের গর্ভনিরোধক ওষুধ ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে, যা মূলত দরিদ্র দেশগুলোর জন্য প্রস্তুত করা হয়েছিল। বর্তমানে এই ওষুধগুলো সংরক্ষিত আছে বেলজিয়ামের আন্তওয়ার্পে, সেখান থেকে সেগুলো ফ্রান্সে নিয়ে যাওয়া হবে। একটি ফরাসি কোম্পানির মাধ্যমে এগুলো পুড়িয়ে ফেলা হবে।

জাতিসংঘের পরিবার পরিকল্পনা সংস্থা এই ওষুধগুলো দরিদ্র দেশগুলোতে সরবরাহ করা বা বিক্রি করার প্রস্তাব দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বুধবার, ২৩ জুলাই, বার্তাসংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে।

এই ওষুধগুলো যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা ইউএসএইড-এর মাধ্যমে সরবরাহের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএইডের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিলে, এই ওষুধগুলো আর বিতরণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে এগুলো বেলজিয়ামের একটি গুদামে পড়ে থাকে। রয়টার্সের সূত্র জানায়, এতে রয়েছে গর্ভনিরোধক বড়ি, ইমপ্লান্ট এবং অন্তঃসত্ত্বা প্রতিরোধী ডিভাইস।

১ কোটি ডলারের এই ওষুধ ধ্বংস করতে অতিরিক্ত আরও ১ লাখ ৬০ হাজার ডলার ব্যয় করবে মার্কিন সরকার। তবুও, তারা স্পষ্ট করে দিয়েছে—ওষুধগুলো কোনো দেশকে বিনামূল্যে দেওয়া হবে না, এমনকি বিক্রির জন্যও উন্মুক্ত করা হবে না।

এই ওষুধগুলো রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতা কংগ্রেসে দুটি পৃথক বিল উত্থাপন করেছিলেন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিল দুটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা নেই।

বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছে ওষুধগুলো সংরক্ষণের জন্য একাধিক প্রস্তাব দিয়েছিল। কিন্তু কোনো আলোচনাই সফল হয়নি।

সূত্র: রয়টার্স

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×