ভিসা বাতিলের হুমকি: বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের কড়া সতর্কবার্তা


ভিসা বাতিলের হুমকি: বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের কড়া সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। দেশটির অভিবাসন নীতিতে শূন্য সহনশীলতার অবস্থান বজায় রেখে জানানো হয়েছে—যেকোনো ধরনের গুরুতর অপরাধে জড়িত হলে তাৎক্ষণিকভাবে ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ চিরতরে হারিয়ে যেতে পারে।

বুধবার, ২৩ জুলাই—ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সাবেক টুইটার, বর্তমানে এক্স (X) প্ল্যাটফর্মে দেওয়া এক অফিসিয়াল বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ জানায়, “ভিসা হচ্ছে একটি সুযোগ, অধিকার নয়। আইন ভাঙলে এই সুযোগ বাতিল হয়ে যেতে পারে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশ কিংবা বিদেশ—কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর অভিবাসন শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি ছোটখাটো অপরাধ বলেই যেগুলিকে অনেকেই গুরুত্বহীন মনে করেন, সেগুলোরও হতে পারে ভয়াবহ পরিণতি—যেমন ভিসা বাতিল, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার এবং ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা।

এই সতর্কবার্তাটি এমন এক সময় এসেছে, যখন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা’ নীতি আরও শক্তিশালী করছেন। তার লক্ষ্য, যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের মধ্যে যারা অপরাধে জড়িত, তাদের দ্রুত দেশে ফেরত পাঠানো।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিএআর-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ২০ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মাত্র তিন মাসে ১ লাখ ৪২ হাজারেরও বেশি মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এবং অঙ্গরাজ্য আইন অনুযায়ী, চুরি, দোকানদারি থেকে পণ্য সরানো, প্রতারণা, ডাকাতি কিংবা বাসায় চুরির মতো কর্মকাণ্ডকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে ধরা হয়। অপরাধের ধরন এবং চুরি করা সম্পদের মূল্য অনুযায়ী এসব অপরাধে শাস্তির মাত্রা নির্ধারিত হয়।

বেশিরভাগ অঙ্গরাজ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বা দোকানমালিকদের শপলিফটারদের (চোর) আটক করার অধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে, তারা চাইলে আদালতের মাধ্যমে ক্ষতিপূরণের দাবিও জানাতে পারেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আরও বলেছে, বিদেশিদের জন্য দেশটির আইন লঙ্ঘনের পরিণতি হতে পারে ভয়াবহ—তাদের মধ্যে রয়েছে অভিবাসনের সুযোগ হারানো, স্থায়ী নিষেধাজ্ঞা এবং বহিষ্কারের নির্দেশ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×