ট্রাম্পের এআই ভিডিওতে ওবামার গ্রেপ্তারের দৃশ্য, সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়


ট্রাম্পের এআই ভিডিওতে ওবামার গ্রেপ্তারের দৃশ্য, সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নজর কেড়েছেন  নতুন এক বিতর্কের মাধ্যমে। নিজের মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ সোমবার (২১ জুলাই) একটি কল্পনাপ্রসূত এআই-নির্মিত ভিডিও পোস্ট করেন, যেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তার করা দেখানো হয়েছে।

ভিডিওর শুরুতেই ওবামাকে বলতে শোনা যায়, “প্রেসিডেন্টরাও আইনের ঊর্ধ্বে নন।” এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিকের বক্তব্য উঠে আসে, যারা আইন শাসনের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। পরবর্তীতে ভিডিওতে দেখা যায়, ওভাল অফিসে দুই এফবিআই এজেন্ট প্রবেশ করে ওবামাকে হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। একই সময় হাসিমুখে চেয়ারে বসে এই দৃশ্য উপভোগ করছেন ট্রাম্প। ভিডিওর শেষে ওবামাকে কমলা জেলপোশাকে জেলের ভেতর দাঁড়িয়ে থাকতে দেখানো হয়।

তবে ভিডিওটির সঙ্গে যে এটি সম্পূর্ণ কাল্পনিক এবং এআই দ্বারা তৈরি, সে বিষয়ে কোনো ডিসক্লেইমার বা ব্যাখ্যা ট্রাম্প প্রকাশ করেননি। এর ফলে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবহারকারী এটিকে বাস্তব ঘটনা ভেবে বিভ্রান্ত হন।

এই ভিডিও প্রকাশের পর ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। বিশ্লেষক ও সাধারণ মানুষ মনে করছেন, এত স্পর্শকাতর এবং বিভ্রান্তিকর বিষয়বস্তু প্রকাশ করে ট্রাম্প দায়বদ্ধতার অভাব প্রকাশ করেছেন। অনেকেই এটিকে রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞরা মন্তব্য করছেন, এ ধরনের এআই-নির্মিত কনটেন্ট রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর পাশাপাশি গণমাধ্যম ও প্রযুক্তির ব্যবহার নিয়ে নৈতিকতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

ট্রাম্পের এই ভিডিও প্রকাশের পর রাজনৈতিক পরিমণ্ডলে নতুন এক বিতর্কের ঝড় উঠেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×