ইরানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু, আহত প্রায় ৩০
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩৩ পিএম, ১৯ জুলাই ২০২৫

ইরানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস উল্টে প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন যাত্রী।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শনিবার কাভার শহরের নিকটবর্তী একটি অঞ্চলে এ দুর্ঘটনাটি ঘটে। রাজধানী তেহরান থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে অবস্থিত এ শহরের কাছেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আলআরাবিয়া জানিয়েছে, ইরানের স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে দুর্ঘটনাস্থলের যে ছবি প্রচার করা হয়েছে, তাতে দেখা যায় — পাহাড়ি রাস্তার ধারে একটি বাস একপাশে কাত হয়ে পড়ে রয়েছে।
কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি স্থানীয় গণমাধ্যমকে জানান, “দুর্ভাগ্যজনকভাবে, এই দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৯ জন।”
উল্লেখযোগ্য যে, ইরানে সড়ক নিরাপত্তার অবস্থা তুলনামূলকভাবে দুর্বল বলে বহুদিন ধরেই সমালোচিত। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’র তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত আগের ১২ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২০ হাজার মানুষ — যা সড়ক ব্যবস্থাপনার দুর্বলতার চিত্র আরও স্পষ্ট করে।