ইসরায়েলি হামলায় ইরানের নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ জনে


ইসরায়েলি হামলায় ইরানের নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ জনে

ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৫০ জন নিহত এবং ৩,৪৫০ জন আহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। 

সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ৩৮০ জন বেসামরিক নাগরিক এবং ২৫৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে ছড়িয়ে পড়া ব্যাপক বিক্ষোভের সময়, হতাহতের সুনির্দিষ্ট ও বিশদ তথ্য প্রকাশ করেছিল একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা। ইরানের ভেতরের স্থানীয় সংবাদ ও প্রতিবেদন বিশ্লেষণ করে এবং নিজেদের নির্ভরযোগ্য উৎসের সঙ্গে মিলিয়ে তথ্য যাচাই করে সংস্থাটি সঠিক চিত্র তুলে ধরে বিশ্ববাসীর সামনে। এ ধরনের নিরপেক্ষ তথ্য উপস্থাপন ইরানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে ভূমিকা রাখে। 

এদিকে শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি হামলায় প্রায় ৪০০ ইরানি নিহত এবং ৩,০৫৬ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ইরান সরকার নিয়মিত হতাহতের সংখ্যা প্রকাশ করে না এবং পূর্বেও অনেক সময় হতাহতের সংখ্যা কমিয়ে দেখিয়েছে বলেও অনেক অভিযোগ রয়েছে। 

সূত্র: আরব নিউজ 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×