ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকি গ্রুপের


ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকি গ্রুপের

ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইরাকের ইসলামি প্রতিরোধ গোষ্ঠী। খবর মেহের নিউজ এজেন্সির স্থানীয় সময় শুক্রবার (১৪ জুন) ভোরে ইসরায়েলের দখলকৃত ওই ভূমিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এক বিবৃতিতে ইসলামি প্রতিরোধ গোষ্ঠী বলেছে, গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিক হত্যার প্রতিক্রিয়া হিসেবে এ হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী অবস্থানগুলিকে টার্গেট করা অব্যাহত রাখা হবে। তবে এ ধরনের হামলার বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোমফ্রন্ট কমান্ড।

আইডিএফ জানিয়েছে, ওই ঘাঁটিতে সতর্কীকরণ সাইরেনের শব্দও শোনা যায়নি।  

উল্লেখ্য, গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের পর দখলদারদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে থেকে ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী। গাজায় ইসরায়েলি গণহত্যার জন্য ওয়াশিংটনের সমর্থনের প্রতিশোধ হিসেবে প্রতিরোধটি ইরাক এবং প্রতিবেশী সিরিয়ায় আমেরিকান সামরিক ঘাঁটিতেও আঘাত হানছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসনে রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ হাজার ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৮৫ হাজার ৩৭ জন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×