ইসকনের অপকর্মের প্রতিবাদে মেরিটাইম ইউনিভার্সিটিতে বিক্ষোভ সমাবেশ


ইসকনের অপকর্মের প্রতিবাদে মেরিটাইম ইউনিভার্সিটিতে বিক্ষোভ সমাবেশ

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের (ISKCON) সদস্যদের দ্বারা সংঘটিত পরিকল্পিত ধর্ষণ, গুম, হত্যা এবং সাম্প্রদায়িক উসকানিমূলক দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ইসকনের অপকর্মের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা ইসকনের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামনিকে ধর্ষণ, খতিব মহিবুল্লাহকে অপহরণ এবং চট্টগ্রামে আলিফ হত্যা সংগঠিত হয়। 

এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য ইসকন নিষিদ্ধ করতে হবে- যোগ করেন শিক্ষার্থীরা।

এছাড়াও সম্প্রতি ইসকন কর্তৃক ঘটে যাওয়া ঘটনায় রাষ্ট্রযন্ত্রের নীরবতার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে। তারা এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×