একদিনে ৩০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে
- স্বাস্থ্য
- প্রকাশঃ ০৪:৫৬ পিএম, ১০ অক্টোবর ২০২৫

ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় দেশে এ রোগে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে ৩০৮ জন নতুন রোগীকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
শুক্রবার, ১০ অক্টোবর সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব রোগী ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বাধিক ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪০ জন এবং ময়মনসিংহ বিভাগে ২১ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৩ হাজার ১৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা গত একদিনে অপরিবর্তিত থাকায় এ বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা এখনো ২২৪ জনেই রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৩১০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৫০ হাজার ৫১৯ জন।