ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪
- স্বাস্থ্য
- প্রকাশঃ ০৫:০২ পিএম, ০৪ অক্টোবর ২০২৫

গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৩৭৪ জন রোগী। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ৯৪ জন ভর্তি হয়েছেন। অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে ১০২ জন, ঢাকা বিভাগের ৬৭ জন, বরিশাল বিভাগের ৬৩ জন, ময়মনসিংহ বিভাগের ৩৭ জন এবং রাজশাহী বিভাগের ১১ জন।
২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২০৩ জন মারা গেছেন, যাদের মধ্যে ১০৬ জন পুরুষ এবং ৯৭ জন নারী। একই সময়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৬৫ জন।