দেশজুড়ে শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি


দেশজুড়ে শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি

বাংলাদেশের স্বাস্থ্য ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো—দেশে প্রথমবারের মতো সারাদেশে একযোগে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এই উদ্যোগের লক্ষ্য, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া।

শনিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

এক মাসব্যাপী এই জাতীয় ক্যাম্পেইনের আওতায় প্রতিটি শিশু এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা পাবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জন্মসনদ না থাকা শিশুরাও টিকা পাবে, যাতে কোনো শিশু এই কর্মসূচি থেকে বাদ না যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে নূরজাহান বেগম বলেন, “টাইফয়েডে এখনও দেশের শিশুদের মৃত্যু হয়—এটা আমাদের লজ্জার। ডায়রিয়া, রাতকানা রোগসহ অনেক কিছু আমরা প্রতিরোধ করেছি, এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হব ইনশাআল্লাহ।”

এটি বাংলাদেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান উদ্যোগ, যেখানে ব্যবহৃত টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। এই টিকা সরবরাহে সহায়তা দিয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সংস্থা গ্যাভি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×