২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪২ জন


২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪২ জন

ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক মোড় নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে প্রাণ হারিয়েছেন ৯ জন, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৪২ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে, আর আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪৯ হাজার ৯০৭ জনে।

রবিবার, ৫ অক্টোবর, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, যেখানে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৭ জন। এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং চট্টগ্রাম বিভাগে একজন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে সর্বাধিক ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে একদিনে ২০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা উত্তরে ১৯৮ জন, বরিশালে ১৯৫ জন, ঢাকা দক্ষিণে ১২১ জন, চট্টগ্রামে ১০৪ জন, রাজশাহীতে ৮২ জন, খুলনায় ৭২ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, যেখানে ১০২ জন মারা গেছেন। বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে ৩২ জনের, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৭ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৩ জনের।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×