ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৮২, চলতি মাসেই ৪৫ জনের মৃত্যু
- স্বাস্থ্য
- প্রকাশঃ ০৭:৪১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫

ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত থাকলেও গেল ২৪ ঘণ্টায় এ রোগে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে একই সময়ে সারাদেশে আরও ৩৮২ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শনিবার (২০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এসব রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৮ জন, চট্টগ্রামে ৭৬ জন, ঢাকা সিটির বাইরে ঢাকা বিভাগে ৬৬ জন, ডিএসসিসিতে ৭১ জন, ডিএনসিসিতে ৫৮ জন, ময়মনসিংহে ২১ জন, রাজশাহীতে ৭ জন এবং খুলনায় ৫ জন রয়েছেন।
চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৫ জন। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত এ রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭ জনে। মৃতদের মধ্যে ৮৬ জন পুরুষ এবং ৮১ জন নারী। এদের মধ্যে সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন। একই সময়ে মৃত্যুবরণ করেছেন মোট ৫৭৫ জন। আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের, আর আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।