ডিম নিক্ষেপ প্রসঙ্গে আখতার হোসেন

আ. লীগের সন্ত্রাসীরা এ ধরনের কার্যক্রম আগেও করেছে, আমরা ভয় পাই না


আ. লীগের সন্ত্রাসীরা এ ধরনের কার্যক্রম আগেও করেছে, আমরা ভয় পাই না

নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জানিয়েছেন, বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তু হওয়ায় তিনি ভয় পাননি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে, এর আগেও উপদেষ্টারা এসেছেন তাদের ওপর তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছেন। দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি। এটাতে আমরা ভয় পাই না।

আখতার হোসেন আরও বলেন, আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস চালাতে পারে। কিন্তু দেশের মানুষ তাদের বিরুদ্ধে সাহসের সর্বোচ্চটুকু দিয়ে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি। সামনের দিনগুলোতেও আওয়ামী লীগকে প্রতিরোধে জনগণ ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশে তারা আর তাদের সন্ত্রাসকে ফিরে আনতে পারবে না।

এর আগে হোটেলে পৌঁছানোর সময় আওয়ামী লীগের কর্মীদের স্লোগানের প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার হোসেন ও এনসিপির আমেরিকায় বসবাসরত অন্যান্য নেতাকর্মীরা।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ফ্লাইট স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে কিছুটা বিলম্বে বের হওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কিছু বিএনপি নেতা তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন। এই সময়ে আখতার হোসেনকে লক্ষ্য করে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ কর্মী ডিম ছোড়ে এবং তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালাগাল করেন। প্রতিবাদে আখতার হোসেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন। পরে পুলিশের সহযোগিতায় তারা গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×