শরীর সুস্থ রাখতে ভিটামিন সি অপরিহার্য: কম হলে তিনটি বড় সমস্যা
- স্বাস্থ্য
- প্রকাশঃ ১০:২৮ এম, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আমরা অনেকেই খাবারের পুষ্টিগুণের দিকে তেমন খেয়াল রাখি না—যেটি স্বাস্থ্যের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। শুধু খাবার খাওয়াই যথেষ্ট নয়, সঠিক ভিটামিন ও খনিজ উপাদান থাকা জরুরি। এই উপাদানগুলির মধ্যে অন্যতম হলো ভিটামিন সি।
ভিটামিন সি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, এটি রক্ত তৈরি, দাঁত ও মাড়ি রক্ষা এবং হরমোন নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে খাদ্যাভ্যাসে ত্রুটি থাকলে শরীরে ভিটামিন সি-এর ঘাটতি দেখা দিতে পারে, যা বিভিন্ন গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
চলুন জেনে নিই, ভিটামিন সি-এর অভাব হলে কোন তিনটি সমস্যা বেশি দেখা দেয়:
১. থাইরয়েড সমস্যা বৃদ্ধি
হাইপারথাইরয়েডিজম বা অতিরিক্ত থাইরয়েড হরমোনের সমস্যায় ভুগছেন অনেকেই। জানা নেই, ভিটামিন সি-এর ঘাটতি এই হরমোনের ক্ষরণ আরও বাড়িয়ে দিতে পারে। ফলে হঠাৎ ওজন কমে যাওয়া, বুক ধড়ফড়, খাওয়ার ইচ্ছা কমে যাওয়া, আতঙ্ক-উৎকণ্ঠা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।
২. রক্তস্বল্পতা (অ্যানিমিয়া)
ভিটামিন সি শরীরকে খাদ্য থেকে আয়রন শোষণে সাহায্য করে। এই ভিটামিন কমে গেলে আয়রনের শোষণ কমে যায় এবং রক্তস্বল্পতা দেখা দেয়। এর ফলে শরীর দুর্বল অনুভূত হয়, ক্লান্তি আসে, মাথা ঘোরে এবং মনোযোগ কমে যায়।
৩. মাড়ি থেকে রক্তপাত ও দাঁতের সমস্যা
ভিটামিন সি-এর অভাবে শুধু শরীর দুর্বল হয় না, দাঁত ও মাড়িরও ক্ষতি হয়। দাঁতের গোড়া নরম হয়ে যেতে পারে, মাড়ি ফোলা বা রক্তপাত হতে পারে, এমনকি ইনফেকশনের ঝুঁকিও বাড়ে।
কী করবেন?
ভিটামিন সি-এর ঘাটতি রোধ করতে খাদ্যতালিকায় রাখুন:
আমলা, লেবু ও টক জাতীয় ফল, কমলা, মাল্টা, টমেটো, পেঁপে, কাঁচামরিচ
ব্রকোলি ও অন্যান্য সবুজ শাকসবজি
ভিটামিন সি ছোট একটি উপাদান হলেও এর কার্যকারিতা অসাধারণ। তাই প্রতিদিনের খাদ্যে ভিটামিন সি থাকা নিশ্চিত করুন। যদি উল্লেখিত উপসর্গগুলো দেখা দেয়, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: হেলথলাইন