ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬


ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৬৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিভাগ অনুযায়ী হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা:

বরিশাল বিভাগ (সিটি করপোরেশন ছাড়া): ১৩১ জন

চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশন ছাড়া): ৯২ জন

ঢাকা বিভাগ (সিটি করপোরেশন ছাড়া): ১৩১ জন

ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১০৫ জন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৯৭ জন

খুলনা বিভাগ (সিটি করপোরেশন ছাড়া): ২৯ জন

ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশন ছাড়া): ৬ জন

রাজশাহী বিভাগ (সিটি করপোরেশন ছাড়া): ৩৪ জন

রংপুর বিভাগ (সিটি করপোরেশন ছাড়া): ৭ জন

সিলেট বিভাগ (সিটি করপোরেশন ছাড়া): ৪ জন

গত ২৪ ঘণ্টায় ৫০২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ পর্যন্ত ৩৬,৫২৮ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৮,৫২৭ জন, যার মধ্যে ৬০.২ শতাংশ পুরুষ এবং ৩৯.৮ শতাংশ নারী।

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের, আর চলতি বছরে এ পর্যন্ত মোট ১৫৫ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

পূর্ববর্তী বছরগুলোর তথ্য অনুযায়ী:

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১,০১১,২১৪ জন এবং মৃত্যু ৫৭৫ জন।

২০২৩ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল ১,৭০৫, এবং হাসপাতালে ভর্তি হয়েছিল ৩,২১,১৭৯ জন।

স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে জানাচ্ছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও জল জমে থাকা ঠেকানো জরুরি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×