সানসিল্কের সাথে মিট অ্যান্ড গ্রিটে উচ্ছ্বাস হানিয়া আমিরের


সানসিল্কের সাথে মিট অ্যান্ড গ্রিটে উচ্ছ্বাস হানিয়া আমিরের

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হানিয়া আমির সম্প্রতি বাংলাদেশ সফর করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

সানসিল্ক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সফরে হানিয়া জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে অংশ নেন এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে। সেখানে তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সানসিল্কের নতুন গ্লাস শাইন প্রোপোজিশন নিয়ে কথা বলেন, যা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল এবং উচ্ছ্বাস ও ইতিবাচক প্রতিক্রিয়ার পরিবেশ স্পষ্টভাবে লক্ষ্য করা গিয়েছিল।

সফরের শেষে হানিয়া আমির গত রাতে বাংলাদেশ ত্যাগ করেছেন। তবে তার এই ভিজিটের স্মৃতি ও প্রভাব এখনও আলোচনায় রয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচিত হানিয়া আমির অভিনয় জগতে নিজস্ব ছাপ রেখেছেন।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×