২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৪৫


২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৪৫

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ সময়ে নতুন করে ২৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১৪৫ জনেই স্থির রয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিভাগভিত্তিক চিত্র

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে

বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন

চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন

ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬৭ জন

ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন

সুস্থতার হার

গত ২৪ ঘণ্টায় ২৮৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ২৯ জন।

মোট আক্রান্তের পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯২৭ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৯ শতাংশ নারী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×