রাশিয়া আনল ক্যানসারের টিকা, ট্রায়ালে শতভাগ সাফল্য


রাশিয়া আনল ক্যানসারের টিকা, ট্রায়ালে শতভাগ সাফল্য

রাশিয়ার গবেষকরা নতুন এক ক্যানসার টিকা ‘এন্টারোমিক্স’ তৈরি করেছেন, যা মেডিকেল ট্রায়ালে শতভাগ সফলতা দেখিয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর চলতি মাসেই এটি বাজারে আসার কথা রয়েছে। তথ্যটি দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, এন্টারোমিক্স হলো ক্যানসারের প্রথম এমআরএনএ প্রযুক্তির টিকা।

ক্যানসার দীর্ঘদিন ধরে অনিরাময়যোগ্য রোগ হিসেবে পরিচিত থাকলেও আধুনিক চিকিৎসাবিজ্ঞানের কারণে এটি এখন নিয়ন্ত্রণযোগ্য রোগে পরিণত হচ্ছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়, ন্যাশনাল মেডিকেল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার ও ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজির যৌথ উদ্যোগে এন্টারোমিক্স তৈরি করা হয়েছে।

গবেষকরা জানাচ্ছেন, এই টিকা বিশেষত ক্যানসারের প্রাথমিক ও মধ্যম পর্যায়ে কার্যকর। এটি ক্যানসার কোষ ধ্বংসের পাশাপাশি বড় টিউমারও উল্লেখযোগ্যভাবে ছোট করে।

এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি এ টিকা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ক্যানসারের মতো জটিল রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করে। করোনার টিকাও একই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল।

টিকা গ্রহণকারীদের মধ্যে কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এখন শুধু রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×