ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ৫৮০
- স্বাস্থ্য
- প্রকাশঃ ০৭:২৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৫

দেশে ডেঙ্গুর ভয়াবহতা থামছে না। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৮ জন, চট্টগ্রামে ৯৪ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৮৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৫ জন, ঢাকা দক্ষিণে ৮০ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহীতে ৫৫ জন, রংপুরে তিনজন এবং সিলেটে একজন ভর্তি হয়েছেন।
এ সময়ে ৫৫২ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন মোট ৩২ হাজার ৭০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ বছর ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৩৪ হাজার ৪১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে।