ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫২ হাসপাতালে ভর্তি
- স্বাস্থ্য
- প্রকাশঃ ০৬:৫৯ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

দেশে ডেঙ্গু সংক্রমণ আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৫২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের একদিনে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। তবে স্বস্তির বিষয় হলো এই সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এ বছর এখন পর্যন্ত মোট ৩২ হাজার ২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১২২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৯ জন, খুলনা বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ২১ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।
এর আগের দিন, রোববার ৫৬৮ জন আক্রান্ত এবং ৪ জনের মৃত্যু হয়েছিল। সেটিই ছিল চলতি বছরের একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।