২৪ ঘণ্টায় নতুন করে ১৬৫ জনের ডেঙ্গু শনাক্ত
- স্বাস্থ্য
- প্রকাশঃ ১০:১০ পিএম, ২৯ আগস্ট ২০২৫

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৫ জন রোগী। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৮৭ জন, চট্টগ্রামে ৩৯ জন এবং বরিশালে আরও ৩৯ জন রোগী। আক্রান্তদের মধ্যে ১০৮ জন পুরুষ ও ৫৭ জন নারী।
এর আগের দিন (বৃহস্পতিবার) দেশে ৪৩২ জন নতুন রোগী শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩০ হাজার ৫৪১ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৩১৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ২২৫ জন।
তুলনামূলকভাবে গত বছর (২০২৪) একই সময়ে আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন। মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫।
ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ২০২৩ সালে। সে বছর আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, আর মৃত্যুবরণ করেছিলেন ১ হাজার ৭০৫ জন।
এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন, হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। আর ২০২১ সালে আক্রান্তের সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন, মৃত্যুর সংখ্যা ১০৫। করোনাকালীন ২০২০ সালে অবশ্য ডেঙ্গু সংক্রমণ তুলনামূলকভাবে অনেক কম ছিল।