২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২
- স্বাস্থ্য
- প্রকাশঃ ০৫:৫৩ পিএম, ২৫ আগস্ট ২০২৫
.png)
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে ৪১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ২৯০ জন ঢাকার বাইরের।
তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬৭ জন পুরুষ ও ৫১ জন নারী। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৯,০৪৪ জন, যেখানে ১৭,২১৪ জন পুরুষ এবং ১১,৮৩০ জন নারী।