আরও একজনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ভর্তি ৪১৬


February 4 2025/dengu.jpg

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগী হলেন একজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩২২ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৪ জন; যাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২০ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৮ জন; যার মধ্যে ছয় হাজার ৫৬১ জন পুরুষ ও চার হাজার ৫৩৭ জন নারী।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×