ফারিয়া তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে: পিয়া জান্নাতুল


ফারিয়া তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে: পিয়া জান্নাতুল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে তিনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বিষয়টি নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।

বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেন ও তার কাছের বন্ধু-বান্ধব তাকে অভিনন্দন জানাচ্ছেন। মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল শবনম ফারিয়াকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ফারিয়া তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে।

পিয়া আরও বলেন, ফারিয়ার সঙ্গে তাদের একগুচ্ছ ছবি শেয়ার করে, বিবাহিত জীবনে স্বাগতম, ফারিয়া ও তানজিম। কয়েক মাস ধরে দেখেছি, তানজিম ফারিয়ার প্রতি কতটা সম্মান প্রদর্শন করেন। তার ব্যাগ বা ওড়না বহন করা থেকে শুরু করে যেকোনো প্রয়োজনে পাশে থাকা সবই নির্দ্বিধায় করেন।

তিনি শেষে যোগ করেন, আমার কাছে ভালোবাসা মানে হলো সম্মান, আর ফারিয়া, তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে। তোমাদের দু’জনের জীবনে থাকুক অফুরন্ত ভালোবাসা, হাসি এবং সুখের মুহূর্ত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×