শ্যুটিংয়ে চোট, হাসপাতালে জুনিয়র এনটিআর


শ্যুটিংয়ে চোট, হাসপাতালে জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর সম্প্রতি একটি দুর্ঘটনার শিকার হয়েছেন, যা তার ভক্তদের জন্য অনাকাঙ্ক্ষিত দুঃসংবাদ হয়ে এসেছে। গত শুক্রবার একটি বিজ্ঞাপনচিত্রের শ্যুটিং চলাকালীন তিনি আহত হন, যার পরপরই দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে।

চিকিৎসকরা জানিয়েছেন, চোটটি গুরুতর না হলেও সম্পূর্ণ সেরে উঠতে কিছুটা সময় লাগবে। অভিনেতাকে অন্তত কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে পরামর্শ দেওয়া হয়েছে।

এই ঘটনার পরপরই জুনিয়র এনটিআরের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, “বিজ্ঞাপনের চিত্রায়নের সময় সামান্য আঘাত পেয়েছেন মিস্টার জুনিয়র এন টি আর। তবে আপাতত অভিনেতার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী বেশ কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাকে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “আমরা সকলকে আশ্বস্ত করে বলতে চাই, অভিনেতার আঘাত গুরুতর নয় তাই উদ্বেগের কোনও কারণ নেই। আমরা আন্তরিকভাবে দর্শক, সংবাদ মাধ্যম এবং জনসাধারণকে যেকোনো ধরনের অনুমান থেকে বিরত থাকার অনুরোধ করছি।”

জুনিয়র এনটিআর সম্প্রতি বলিউডে প্রথমবারের মতো অভিনয় করেছেন 'ওয়ার ২' ছবির মাধ্যমে। অয়ন মুখার্জির পরিচালনায় এই সিনেমায় তিনি অভিনয় করেছেন হৃতিক রোশনের সঙ্গে। যদিও সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। বিশ্বজুড়ে এটি আয় করেছে ৩৬৪ কোটি টাকা, আর ভারতের বাজারে আয় দাঁড়িয়েছে ২৩৬ কোটিতে।

বর্তমানে বিশ্রামে থাকলেও অভিনেতার অবস্থা স্থিতিশীল থাকায় ভক্ত ও অনুরাগীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। সবাই এখন অপেক্ষায় আছেন তার দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×