ব্যাংকক ও ম্যানিলায় সফরে গান ও সঙ্গীতের দল ‘সমগীত’
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৯:৪৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫

গান ও সঙ্গীতের দল সমগীত আঞ্চলিক সাংস্কৃতিক সংহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ব্যাংকক ও ম্যানিলায় পৌঁছেছে। দলটি ফোকাস অন দ্য গ্লোবাল সাউথ-এর ৩০তম বর্ষপূর্তি এবং এশিয়ান সাংস্কৃতিক সংহতি’ অনুষ্ঠানকে সামনে রেখে এই সফরে অংশ নিচ্ছে।
সমগীত-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) দেশের বাইরে যাত্রা করেছে দলটি। এই সফরে ছয় সদস্যের দল অংশ নিয়েছে। তারা হলেন: অমল আকাশ, বীথি ঘোষ, অর্ক সুমন, সরফুদ্দিন রাব্বি, ফাহিম রহমান এবং জয় দাস।
দলটির জানানো অনুযায়ী, অনুষ্ঠানমালার আয়োজকরা যৌথভাবে ফোকাস অন দ্য গ্লোবাল সাউথ এবং এশিয়ান মিউজিক ফর পিপলস পিস অ্যান্ড প্রগ্রেস।
ফোকাস অন দ্য গ্লোবাল সাউথ-এর ৩০তম বর্ষপূর্তি অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর ব্যাংককের চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বিশেষ অতিথি হিসেবে সমগীত-কে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি দলের পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধন হবে এবং শেষও হবে তাদের সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। এর আগে ২৪ সেপ্টেম্বর দলটি অংশ নেবে একটি সম্মেলনে, যেখানে এশিয়ার বিভিন্ন দেশের সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত থাকবেন।
ব্যাংকক সফরের পর ২৯ সেপ্টেম্বর সমগীত ফিলিপাইনের ইউনিভার্সিটি অব দি ফিলিপিনসের ইউপি এশিয়ান সেন্টারে কালচার অব সলিডারিটি ইন এশিয়া শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবে। এখানে ফিলিপাইনভিত্তিক সাংস্কৃতিক কর্মী ও সিভিল সোসাইটি সংগঠকদের সঙ্গে মতবিনিময় করবে দলটি।
এরপর ৩০ সেপ্টেম্বর এশিয়া পিপলস মিউজিকের আয়োজনে ফিলিপাইনের সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের সঙ্গে সঙ্গীত পরিবেশন করবে সমগীত।
অবশেষে ১ অক্টোবর ক্যাম্পাসভিত্তিক রেডিও ডিজেডইউপিতে ‘কনসার্ট ফর বাংলাদেশ উইথ সমগীত’-এ কথকতা ও গান পরিবেশনের মাধ্যমে সফর শেষ করবে দলটি।
সমগীত-এর সদস্যদের মতে, এই সফরের মাধ্যমে এশিয়ার শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে।