ঘৃণাটা আসে কোথা থেকে ? ভাবনার প্রশ্ন
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৬:৪৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫

অভিনেত্রী আশনা হাবিব তার অভিনয় যাত্রা শুরু করেছিলেন ভাবনা নট আউট নাটকের মাধ্যমে। এটি ছিল তার প্রথম টেলিভিশন নাটক। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি দর্শকদের উপহার দিয়েছেন একাধিক নাটক। চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন ভয়ংকর সুন্দর সিনেমার মাধ্যমে।
আশনা হাবিব সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি তিনি একটি পোস্টে লেখেন, দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা।
পোস্টে তিনি আরও লিখেছেন, আমি লক্ষ্য করি, ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি ঘৃণা ও বিরূপ প্রতিক্রিয়া আসে, বিশেষ করে কোনো অভিনেত্রী বা পরিচিত নারীকে নিয়ে। এই ঘৃণাটা আসে হিংসা থেকে, জীবনে কিছু করতে না পারার হতাশা থেকে।
তিনি মন্তব্য করেন, ইশ, এরা যদি নিজেদের জীবনে কিছু করত, হয়তো মনটা একটু পরিষ্কার হতো। ওদের দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা।