হানিয়া এখন ঢাকায়, আজ শেরাটনে দেখা করতে পারবেন ভক্তরা
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ১১:৫১ এম, ২০ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় পৌঁছেছেন। এখানে অবস্থানকালে তিনি ভক্তদের সঙ্গে দেখা করবেন, মতবিনিময় করবেন এবং একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে একটি বহুজাতিক কোম্পানির আমন্ত্রণে ঢাকায় আগমন করেন হানিয়া। তার আগেও সামাজিক মাধ্যমে নিজে বাংলাদেশে আসার খবর জানান তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের জন্য আবেগপ্রবণ বার্তা দিয়েছেন হানিয়া।
তিনি একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?”
শুক্রবার বিকেলে আহসান মঞ্জিলে বাংলাদেশি ইউটিউবার, মডেল ও অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত ছিলেন হানিয়া।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। হানিয়া আশা করছেন, বাংলাদেশে তার এই সময় স্মরণীয় হয়ে থাকবে এবং ভক্তরা তা সরাসরি দেখতে পারবেন।
আগামী ২১ সেপ্টেম্বর হানিয়া একটি এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন, এরপর তিনি নিজ দেশে পাকিস্তানে ফেরত যাবেন।
বাংলাদেশে হানিয়ার নাটক ও সিনেমা ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে তার অভিনীত ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আন্না’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘মুক পেয়ার হুয়া থা’-এর মতো নাটক দর্শকদের মধ্যে আলোচিত।