ক্লাসে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, শনিবারেও চলবে পাঠদান
- শিক্ষা ডেস্ক
- প্রকাশঃ ০৯:১৮ এম, ২২ অক্টোবর ২০২৫

টানা আন্দোলনের পর অবশেষে শ্রেণিকক্ষে ফিরছেন দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার থেকে পুনরায় পাঠদান শুরু করছেন তারা। সরকার বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ায় এবং অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার আন্দোলন স্থগিতের ঘোষণা আসে শিক্ষক নেতাদের পক্ষ থেকে।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে আসা 'জাতীয়করণপ্রত্যাশী এমপিও শিক্ষক-কর্মচারী জোট'-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে বলেন, "আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো। আমরা আগামীকাল থেকেই শ্রেণিকক্ষে ফিরে যাব।"
তিনি আরও বলেন, "আন্দোলনের কারণে ক্লাসে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার অতিরিক্ত ক্লাস নেবেন শিক্ষকরা। আমাদের মন ও প্রাণ ক্লাসের মধ্যেই ঝুঁকে থাকে। যৌক্তিক আন্দোলনের কারণে কয়েকদিন পাঠদান ব্যাহত হয়েছে, তাই সেই ক্ষতি আমরা নিজেরা পুষিয়ে নেব।"
এর আগে ১২ অক্টোবর থেকে শিক্ষকরা লাগাতার কর্মসূচি পালন করে আসছিলেন। তাদের দাবি ছিল বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে বাড়ানো এবং চিকিৎসা ভাতা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা। এই দাবিগুলো সামনে রেখে শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে পদযাত্রা এবং শাহবাগ মোড় অবরোধসহ একাধিক কর্মসূচি পালন করেন।
দীর্ঘ আলোচনা ও চাপের পর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ মঙ্গলবার একটি নতুন প্রজ্ঞাপন জারি করে। সেখানে জানানো হয়, বাজেট পরিস্থিতির প্রেক্ষাপটে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে ১৫ শতাংশ করা হবে। প্রথম ধাপে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (যার সর্বনিম্ন পরিমাণ ২ হাজার টাকা) এবং দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে মোট ১৫ শতাংশ হারে এ ভাতা কার্যকর হবে।
এই ঘোষণার পরিপ্রেক্ষিতে শিক্ষকরা আন্দোলন স্থগিত করে শিক্ষাকার্যে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। অতিরিক্ত ক্লাস নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।