মার্কার সঙ্গে জান্নাতে যাওয়ার কোনো সম্পর্ক নেই: জিকে গউছ


মার্কার সঙ্গে জান্নাতে যাওয়ার কোনো সম্পর্ক নেই: জিকে গউছ

বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, শুধুমাত্র নামাজ, রোজা, নেক কাজ, দান খয়রাত ও ভালো কাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। তিনি উল্লেখ করেন, “কিছু মানুষ নাকি বলছে—কোনো এক মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে (নাউজুবিল্লাহ)। ইমান নষ্ট হয়ে যাবে। কোনো মার্কার সঙ্গে জান্নাতের সম্পর্ক নেই। কোনো মার্কার সঙ্গে এবাদতের কোনো সম্পর্ক নেই। দুনিয়া একদিকে, আখেরাত অন্যদিকে। সৎকর্মের মাধ্যমে আল্লাহকে রাজি রাখতে হবে। বাঁকা পথে জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। যারা মিথ্যা বলে, মানুষকে বিভ্রান্ত করে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।”

মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিকে গউছ আরও বলেন, “চোর শুনে না ধর্মের কাহিনী। আওয়ামী লীগ একটি দুষ্ট প্রকৃতির রাজনৈতিক দল। তারা মুখে যা বলে, অন্তরে তা বিশ্বাস করে না। তারা যা বলে, কাজ করেছে তার বিপরীত। তারা এককভাবে দাবি করত স্বাধীনতার স্বপক্ষে শক্তি হিসেবে। কিন্তু স্বাধীনতা সংগ্রাম তারা একা করেনি। তৎকালীন আপামর ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করেছেন।”

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজম উদ্দিন এবং পরিচালনা করেন মোস্তফা জামাল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×