স্ত্রী ও পুত্র সন্তানকে প্রকাশ্যে আনলেন রকস্টার জেমস


স্ত্রী ও পুত্র সন্তানকে প্রকাশ্যে আনলেন রকস্টার জেমস

দশ বছর আগে দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে বিচ্ছেদের পর রকস্টার জেমস আবার পিতৃত্বের আনন্দ উপভোগ করছেন। ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন তিনি। চলতি বছরের জুনে দম্পতির ঘরে জন্ম নেয় পুত্রসন্তান, যার নাম রাখা হয়েছে জিবরান আনাম।

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বুধবার এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে শুরু হয় প্রণয়, যা বিয়েতে পরিণত হয়। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় জিবরান। জন্মের সময় জেমসসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তানকে নিয়ে দেশে ফিরে আসেন তারা।”

জেমস বলেন, “বাবা হওয়ার অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।”

নিজের নতুন জীবন সম্পর্কে জেমস যোগ করেন, “আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, গান গেয়ে যেতে চাই। সবাই দোয়া করবেন। আমার জন্য প্রার্থনায় থাকবেন।”

ব্যক্তিজীবনের দিকে ফিরে দেখা যায়, জেমস এর আগে দুইবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রথি, যিনি ১৯৯১ সালে বিয়ে করেন এবং ২০০৩ সালে বিচ্ছেদ ঘটে। এরপর ২০০০ সালে তিনি বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় পান এবং আমেরিকায় গিয়ে বিয়ে করেন। ২০১৪ সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়।

জেমসের প্রথম সংসারে একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। নতুন বিয়েতে যোগ হলো পুত্র জিবরান আনাম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×