আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা
কাল থেকেই সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:২৪ পিএম, ১২ অক্টোবর ২০২৫

সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পাঠদান বন্ধ থাকবে। বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ একাধিক দাবিতে আন্দোলনে থাকা শিক্ষকরা পূর্বঘোষিত সময়ের একদিন আগেই কর্মবিরতি শুরু করার ঘোষণা দিয়েছেন।
শিক্ষকদের দাবির মুখ্য বিষয় হচ্ছে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান। একইসঙ্গে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের ওপর হামলা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের তীব্র প্রতিবাদে কর্মসূচি এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত নেতারা।
রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান অবস্থান কর্মসূচি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী কর্মবিরতির এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা কাল থেকেই সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত আরেকটি কর্মসূচি থেকে শিক্ষকরা সরকারের কাছে আলটিমেটাম দেন। তারা জানান, আগামী সোমবারের (১৩ অক্টোবর) মধ্যে বাড়িভাড়া ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন না জারি হলে পরদিন মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে দেশজুড়ে ক্লাস বর্জনের মাধ্যমে কঠোর আন্দোলনে যাবেন।
তবে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষকরা দাবি করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা, হামলা ও শিক্ষক গ্রেফতারের ঘটনায় তারা ক্ষুব্ধ। এ কারণেই তারা কর্মসূচির সময় একদিন আগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন।