সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- শিক্ষা ডেস্ক
- প্রকাশঃ ০৯:৪৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর কুর্মিটোলা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে বুধবার উদযাপনমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের কৃতিত্ব ও নতুনদের স্বাগতকে কেন্দ্র করে আনন্দময় পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমি বিশ্বাস করি অসীম সম্ভাবনাময় তোমরা নিজের ভেতরের সুপ্ত মেধাকে জাগ্রত করে একদিন সাফল্যের শিখরে পৌঁছাবে। শক্ত মনোবল ও অধ্যাবসায়ের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। মনে রাখবে, তোমাকে সফল হতে হবে।”
প্রধান অতিথি এসএসসি ২০২৫ সালে প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর অধ্যক্ষ উইং কমান্ডার মো. মনিরুজ্জামান শিক্ষার্থীদের স্বাগত বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি ও কলেজের সভাপতি যুগ্মসচিব মোহাম্মদ নাজমুল হক শিক্ষার্থীদের প্রতি বলেন, “তোমরা শুধুমাত্র পরীক্ষায় ভালো করার জন্য নয়, বরং সুশিক্ষা অর্জন করে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক গুণাবলীতে সমৃদ্ধ নাগরিক হয়ে উঠবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ দুই বছরের উচ্চ মাধ্যমিক পড়াশোনাকে জীবনের গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের এ সময়কে সর্বোচ্চভাবে কাজে লাগানোর পরামর্শ দেন।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানের প্রাণবন্ততা বাড়ায়। শেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সংবর্ধনা ও নবীনবরণের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।