৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফল প্রকাশ, ১০,৬৪৪ জন উত্তীর্ণ
- শিক্ষা ডেস্ক
- প্রকাশঃ ১০:৪৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ১০,৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই ফলাফল প্রকাশ করে। কমিশনের তথ্য অনুযায়ী, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) বা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে দেখা যাবে।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৯ সেপ্টেম্বর, ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে। এবারে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন ৩,৭৪,৭৪৭ জন চাকরিপ্রার্থী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসের ক্যাডার শূন্য পদ সংখ্যা ৩,৪৮৭ এবং নন-ক্যাডার পদ ২০১টি। অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।